Loading..

খবর-দার

১৮ অক্টোবর, ২০২১ ০৫:৫৭ পূর্বাহ্ণ

১৬ তম নিবন্ধন পরিক্ষার ২০১৯ ফলাফল প্রকাশ


১৬ তম নিবন্ধন পরিক্ষার ২০১৯ ফলাফল প্রকাশ 


ষোড়শ নিবন্ধন পরীক্ষা- ২০১৯ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত নোটিশ 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা) ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০। www.ntrca.gov.bd


স্মারক নম্বর: ৩৭.05,0000,010.11,001,20,


বিজ্ঞপ্তি


কার্তিক, ১৪২৮ ব. অক্টোবর, ২০২১ খ্রি.


বিষয় : ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি।


এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) 

কর্তৃক বিগত ১৫ ও ১৬ নভেম্বর,

 ২০১৯ তারিখে 

গৃহীত ষোড়শ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় #২২,৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

 উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল-২ পর্যায়ের #১,০৮০ জন,

 স্কুল পর্যায়ের #১৫, ২৪০ জন 

এবং কলেজ পর্যায়ের #৩,৮১১ জন 

সহ মোট #২০,১৩১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল অদ্য ১৭ অক্টোবর, ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টায় প্রকাশ করা হয়।


স্কুল-২ পর্যায়ে #৯৯৬ জন, 

স্কুল পর্যায়ে #১৪,০৪৬ জন 

এবং কলেজ পর্যায়ে #৩,৫০৮ জন 

প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্তভাবে সর্বমোট #১৮,৫৫০ জন প্রার্থী ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাসের হার #৯২.১৫।


প্রার্থীগণ পরীক্ষার ফলাফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে রাত ১০:০০ টার পর জানতে পারবেন। তাছাড়াও টেলিটক বিডি লিঃ কর্তৃক কৃতকার্য প্রার্থীদের ফলাফল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


স্বাক্ষরিত (মোঃ এনামুল কাদের খান) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এনটিআরসিএ, ঢাকা।


তারিখ: ০১ কার্তিক, ১৪২৮ ব ১৭ অক্টোবর, ২০২১ খ্রি.


স্মারক নম্বর: ৩৭.০৫.0000.010.11.001.20.৬৩৫(৩)


অনুলিপি সদয় অবগতির জন্য:


১. সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 

২. তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, মাননীয় মন্ত্রীর দপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা


(বিজ্ঞপ্তিটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বহুল প্রচারের অনুরোধসহ)। 

৩. সিস্টেম এনালিস্ট, এনটিআরসিএ, ঢাকা (বিজ্ঞপ্তিটি এনটিআরসিএ'র ওয়েবসাইটে আপলোড করার অনুরোধসহ)।


(এ বি এম শওকত ইকবাল শাহীন) সদস্য (যুগ্ম সচিব) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এনটিআরসিএ, ঢাকা।


http://www.ntrca.gov.bd/site/notices/