Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৮ অক্টোবর, ২০২১ ০৮:৩৩ পূর্বাহ্ণ

সাত কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

সাত কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

 

করোনার কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে সশরীরে শিক্ষাদান। এবার শুরু হতে যাচ্ছে সশরীরে ক্লাস। ২১ অক্টোবর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ২১ অক্টোবর থেকে সাত কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। অধ্যক্ষদের সঙ্গে আলোচনা হয়েছে আমার। আমরা ক্লাস শুরু করতে প্রস্তুত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাত কলেজের ক্লাস শুরুর বিষয়ে খোঁজ রাখছেন বলেও জানান তিনি।

এদিকে সশরীরে ক্লাস শুরু করতে ইতোমধ্যে ঢাকা কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শিগগিরই অন্য কলেজগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

বর্তমানে সাত কলেজে স্নাতকের অন্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। তাই এখন স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের ক্লাস শুরু হচ্ছে।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বিভিন্ন সময়ে সংক্রমণ পরিস্থিতি কম থাকায় বিশেষ বিবেচনায় সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছিল

  তথ্য সুত্র

jagonews24

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি