Loading..

মুজিব শতবর্ষ

১৮ অক্টোবর, ২০২১ ০৭:০৬ অপরাহ্ণ

যারা ফেসবুক থেকে সিকিউরিটি Upgradation এর নোটিফিকেশন এবং মেইল পেয়েছেন।

যারা ফেসবুক থেকে সিকিউরিটি Upgradation এর নোটিফিকেশন এবং মেইল পেয়েছেন।

?তারা আগামী ২৮ তারিখের আগে সকলে আপনাদের একাউন্ট এর সিকিউরিটি সেটিংস থেকে "2 Step Verification Option" টি চালু করে নিন।

না হয় ফেসবুক থেকে Automatic আপনাদের একাউন্ট লক করে দিবে।


?কিন্তু যাদের এখনো এই বিষয়ে কোন মেইল আসেনি কিংবা ফেসবুক এ নোটিফিকেশন আসেনি তাদের জন্য এটি জরুরী নয় এবং তারা কিছু করতে হবে না।


?এটা কাদের জন্য প্রযোজ্য?


?যারা বড় বড় গ্রুপ এর এডমিন, পেইজ এর এডমিন, যাদের ফলোয়ার বেশি শুধুমাত্র তাদেরকে ফেইসবুক থেকে নোটিফিকেশন পাঠিয়েছে যেন Facebook Protect নামক এডভান্সড সিকিউরিটি সিস্টেমটা অন রাখে। তারাই এই সিকিউরিটির আওতাভুক্ত এবং শুধুমাত্র তাদের জন্য এটা বাধ্যতামূলক।


অর্থাৎ হ্যাকাররা যেন এডমিনদের আইডি হ্যাক করে গ্রুপ বা পেইজ হ্যাক করতে না পারে সেজন্য এই এডভান্সড সিকিউরিটি সিস্টেম।


যাদের এই রিলেটেড কোনও নোটিফিকেশন ফেইসবুক থেকে দেওয়া হয়নি- তারা টু স্টেপ ভেরিফিকেশন/ Two factor authentication চালু না করলে যে- ২৮ তারিখ এর পরে একাউন্ট লক হয়ে যাবে! এটা সম্পুর্ন ভিত্তিহীন। নির্ভরযোগ্য কুন সুত্র থেকে এই "গোজব" এর

সত্যতা পাওয়া যায়নি।


টু স্টেপ ভেরিফিকেশন/ Two factor authentication অন রাখা ভাল। তবে এটার ক্ষতিকর দিকও আছে।

মাঝে-মাঝে কোড আসতে ১ সপ্তাহ পার হয়ে যায় তবুও কোড আসে না। আর ততদিন পর্যন্ত আইডিতে লগিন করতে পারবেন না। তাই যারা এটা অন করবেন অবশ্যই আপনার নিজস্ব আইডির ১০ টা ব্যাকাপ কোড সেভ করে রাখবেন এবং অথবা কুথাও লিখে রাখবেন।

অন্যথায় নিজের আইডি তে নিজেই লগ-ইন করা থেকে বঞ্চিত হইতে পারেন।  


Daily Wikipedia status.....✒ থেকে তথ্য সংগ্রহীত।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি