Loading..

খবর-দার

১৯ অক্টোবর, ২০২১ ০৬:৫৭ অপরাহ্ণ

ওয়ার্কশপ অন মোটিভেশন এন্ড ওয়েলবিয়িং'

নিজেকে সব সময় মোটিভেটেড  রাখতে এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে আরও কার্যকরীভাবে শিক্ষণ-শিখন পদ্ধতিগুলো হাতে কলমে শিখতে মুক্তপাঠ প্ল্যাটফর্মে আলোকিত হৃদয় ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে  'ওয়ার্কশপ অন মোটিভেশন এন্ড ওয়েলবিয়িং' 

উদ্দেশ্য- 

১। আচরণ ও অনুভূতি পর্যবেক্ষণ 

২। আবেগিক ও সামাজিক সম্পর্ক তৈরি 

৩। সংঘাত সমাধান 

১৪। দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ 

তারিখ-  ২ ও ৩ নভেম্বর, ২০২১ (জুম প্ল্যাটফর্মে) 

সময়-  ২.৩০ ঘন্টা। 

ওয়ার্কশপটিতে অংশ নিতে চাইলে আজই গুগল ফর্মটি পূরন করে পাঠিয়ে দিন । 

গুগল ফর্ম লিংক- 

https://forms.gle/qGEEzHrJcV5EvzZ38