Loading..

প্রেজেন্টেশন

০৫ ডিসেম্বর, ২০২১ ০৯:১৭ পূর্বাহ্ণ

সাহসী জননী বাংলা (১০ম শ্রেণি)

‘দিন শেষ হলে সব কথা মনে থাকে কার?

কে থাকে আচ্ছন্ন সুখ, এক বুকে ধরে রাখে

সারাটা দিবস...

একটি দিনের শেষে সারাদিন স্মৃতি হয়ে যায়

 কে এমন স্মৃতি ফেরা মুখ? পশ্চাৎ পূজক?’

                             (একটি দিনের শেষে - কামাল চৌধুরী)


সত্তরের দশকের অন্যতম প্রধান কবি কামাল চৌধুরী। যাঁর কবিতায় উঠে এসেছে মাটি, মানুষ, প্রেম, প্রকৃতি ও দেশপ্রেম। স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার পটভূমি আত্ম-সচেতনতায় ঋদ্ধ দেশমাতৃকার অসাম্প্রদায়িক চিন্তার বিকাশ কামাল চৌধুরীর কবিতার প্রধান উপজীব্য। দুঃশাসন থেকে মাতৃভূমি উদ্ধার, মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত অমিততেজ তরুণ কবি কামাল চৌধুরীর অস্তিত্বজুড়ে ক্রমশ বেড়ে উঠতে থাকে। দেশপ্রেম, জন্মভূমি রক্ষার সংকল্প বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশের মহিমা জাগ্রত হয়েছে তাঁর কবিতায়।

ঐতিহ্য প্রোথিত শেকড় অনুসন্ধানী অভিন্ন রহস্যঘন দীর্ঘ অনিঃশেষ পথের দৃশ্যায়ন ঘটেছে তাঁর কবিতায়। ভাবনার ক্রমাগত জটিল উত্থান-পতন মর্মমূলে বিষাদময়তা সৃষ্টি করলেও অনুভবের তীব্রতা ছুঁয়ে যায়। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের কবিতার পটভূমিজুড়ে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় প্রজ্জ্বলিত কবি কামাল চৌধুরী কবিতায় নিমগ্ন হলে তাঁর কবিতার গূঢ়রহস্য উম্মোচন করা সম্ভব। প্রবল দেশপ্রেম, রোমান্টিসিজম নৈতিক চেতনা বিষাদময়তা তাঁর কবিতার মূল সুর।

আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর কবি কামাল চৌধুরী  রচিত "সাহসী জননী বাংলা" কবিতাটি।

শিক্ষার্থীবৃন্দ শিখতে পারবে - 

১ . কবি পরিচিতি বলতে পারবে

২ . কঠিন শব্দের অর্থ বলতে পারবে

৩ . বাঙালি জাতির শৌর্যের ইতিহাস বলতে পারবে

৪ . স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অমর কীর্তি বলতে পারবে


নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য : পদ্যাংশের লিংক সমূহ -


১। বঙ্গবাণী   

২। কপোতাক্ষ নদ  

৩। জীবন সঙ্গীত   

৪। জুতা-আবিস্কার

৫। ঝর্ণার গান

। মানুষ

৭।সেই দিন এই মাঠ

৮। পল্লিজননী

৯। আশা

১০। আমি কোনো আগন্তুক নই

১১। রানার

১২। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

১৩। আমার পরিচয়

১৪। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো


নিবেদক,

আব্দুল্লাহ আত তারিক

*** জেলা অ্যাম্বেসেডর , মাগুরা সদর,  মাগুরা ***

*** "সেরা কনটেন্ট নির্মাতা" ১৮ মার্চ - ২০২১ ***

*** a2i - Aspire to Innovate ও বাংলা ভাষা শিক্ষক পর্ষদের যৌথ উদ্যোগে ব্যাবহারিক  বাংলা বানান ও প্রমিত উচ্চারণচর্চা বিষয়ক ২ (দুই) দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণে ৬ষ্ঠ স্থান ***