মদিনার পথে
মোহাম্মদ ওয়াজেদ আলী (১৮৯৬ বাংলা বছর :"২৮ শে ভাদ্র ১৩০৩ "-নভেম্বর ৮, ১৯৫৪) ছিলেন একজন বাঙালি লেখক। তিনি ১৮৯৬ সালে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করে। কলকাতা বঙ্গবাসী কলেজে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছুর বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তার গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল। স্বাস্থ্যগত কারণে তিনি ১৯৩৫ সালে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানেই ১৯৫৪ সালের ৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।[১]

মতামত দিন


শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার
আপনার জন্য শুভকামনা। আমার কনটেন্ট দেখার জন্য অনুরোধ করছি।

মোহাম্মদ বাবুল হোসেন
পরম শ্রদ্ধাস্পদেষু বাতায়ন প্রেমী, অনিন্দ্য সুন্দর আপনার উপস্থাপন .। .লাইক এবং পূর্ণ রেটিং সহ শুভকামনা ।আপনার সুপরামর্শ আমার কাজের গতিশীলতা উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যয় সর্বদা নিরন্তর। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি । https://www.teachers.gov.bd/content/details/1185424

তাপস চন্দ্র সূত্রধর
শ্রেণি উপযোগী ও মানসম্মত কন্টেন্ট আপলোড করে প্রিয় বাতায়নকে সমৃদ্ধ করায় লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল।০১/১২/২০২১খ্রিঃ আমার আপলোডকৃত ৪৬তম কন্টেন্ট দেখে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। লিংক https://www.teachers.gov.bd/content/details/1185882

মোঃমাহবুবুল আলম
শ্রেণি উপযোগী মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।বাতায়নে আমার এই পাক্ষিকেে আপলোড কৃত ৩৪ তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক,রেটিং এবং মন্তব্য প্রত্যাশা করছি। https://www.teachers.gov.bd/content/details/1185495
সাম্প্রতিক মন্তব্য