Loading..

খবর-দার

১২ ডিসেম্বর, ২০২১ ০৬:০৯ পূর্বাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে শুরু করেছে নতুন বই

 শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে শুরু করেছে নতুন বই। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে এবার আগেভাগেই কাজটি শুরু হয়েছে। শনিবার নগরীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই পৌঁছতে দেখা গেছে। তবে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হবে ২০ ডিসেম্বর। নভেম্বরের প্রথমভাগেই চট্টগ্রামে নতুন বই আসতে শুরু করে। চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার এসএম জিয়াউল হায়দার হেনরী যুগান্তরকে বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ চলছে। এ লক্ষ্যে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বই সরবরাহ করা হচ্ছে। এবার নভেম্বর থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা শিক্ষা অফিসের মাধ্যমে শুধু ইংলিশ মিডিয়াম এবং ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে বই সরবরাহ করা হচ্ছে। বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানগুলোতে বই সরবরাহ করা হচ্ছে থানা শিক্ষা অফিসারের মাধ্যমে। নগরীর ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহেদা আখতার জানান, নতুন বছরের বই আসা শুরু হয়েছে। অধিকাংশ বই এসে গেছে। বইগুলো আপাতত বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, বছরের প্রথমদিনে বিতরণের জন্য নতুন পাঠ্যপুস্তক শিক্ষা অফিসে আসতে শুরু করেছে। এসব বই ২০ ডিসেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হবে। এবার চাহিদা রয়েছে ৪৬ লাখ ৮ হাজার ৪৯২ কপি বই।