Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ জানুয়ারি, ২০২২ ০৯:৪৮ অপরাহ্ণ

'চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে'

কেন্দ্রীয় ব্যাংক চাইলে যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ টাকাই ছাপতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত পরিমাণ টাকা না ছাপানোর বিষয়েও তারা সতর্ক থাকে। বস্তুতপক্ষে কেন্দ্রীয় ব্যাংক কেন ‘স্বাধীন’ থাকে সে বিষয়টি বোঝাতে আমাদের যা বলা হয়, তা হলো— যদি সরকারগুলো টাকা ছাপাতে পারত, তাহলে তারা হয়তো এই পরিমাণ টাকা ছেপে ফেলত যে, মুদ্রাস্ফীতি বেড়ে গিয়ে তা দেশের অর্থনীতিকেই বিপর্যয়ে ফেলে দিত। দ্য ব্যাংক অব ইংল্যান্ডের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিষ্ঠা করা হয়েছে সতর্কতার সঙ্গে টাকা ছাপানো এবং এর জোগান নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি রোধ করার জন্যই। আর এ কারণেই কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সরাসরি সরকারকে তহবিল দেওয়া থেকে বিরত রাখা হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি অর্থনৈতিক কর্মকাণ্ডে তহবিল জোগায় আর সরকার বেসরকারি খাতের ওপর করারোপ করে থাকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি