Loading..

খবর-দার

১৭ জানুয়ারি, ২০২২ ০৪:৩০ অপরাহ্ণ

রাতের আঁধারে কম্বল নিয়ে বেদেপল্লীতে ইউএনও রাজীব

রাতের আঁধারে কম্বল নিয়ে বেদেপল্লীতে ইউএনও রাজীব

শৈত্যপ্রবাহের কারণে দেশের অন্যান্য স্থানের মতো নেত্রকোনার দুর্গাপুরেও জেঁকে বসেছে শীত।রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন দুর্গাপুরের ইউএনও রাজীব তার গাড়িতে করে কম্বল নিয়ে ছুটে যান উপজেলার বিভিন্ন জায়গার ছিন্নমূল মানুষের কাছে।

নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন তিনি। কাঁপন ধরা শীতে নতুন কম্বল পেয়ে ছিন্নমূল মানুষগুলো যারপরনাই খুশি। বিভিন্ন স্থানে গিয়ে প্রায় তিন শতাধিক নতুন কম্বল পৌঁছে দেন ইউএনও রাজীব।

সরকারি কম্বল পেয়ে খেটে খাওয়া মানুষগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউএনও রাজীব-উল আহসানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। শনি ও রোববার রাতে স্থানীয় বেদেপল্লীসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।  

বেদে সরদার আব্দুর রশীদ বলেন, শেখের বেটি হাসিনা আমরার কতা মনে রাখছইন, দোয়া করি তাইনরে আর টেউনু সাইব-রে আল্লায় বালা করইন।

ইউএনও মো. রাজীব যুগান্তরকে বলেন, ‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’। গত কয়েক দিনে প্রচণ্ড শীত পড়েছে অত্র এলাকায়। এখানকার ছিন্নমূল মানুষগুলোর কষ্ট লাঘবে ওই কম্বল বিতরণ করা হয়েছে।