Loading..

খবর-দার

১৮ জানুয়ারি, ২০২২ ০২:০৩ অপরাহ্ণ

লাউয়াছড়ায় লাল ঢোঁড়া সাপ ও মেছো বাঘ অবমুক্ত।

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় গতকাল সোমবার একটি লাল ঢোঁড়া সাপ ও মেছো বাঘ অবমুক্ত করা হয়েছে। এর আগে গতকাল ভিন্ন সময়ে প্রাণী দুটি উদ্ধার করা হয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ প্রাণী দুটিকে অবমুক্ত করে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবদুল আহাদ আহত লাল ঢোঁড়া সাপ উদ্ধার করেন। আর বিকেলে লোকজনের কাছ থেকে খবর পেয়ে রহিমপুরের আঁতুড়ঘর এলাকা থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে লাল ঢোঁড়া সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির পেছনের বনে অবমুক্ত করা হয়। আর বিকেলে মেছো বাঘটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দুটি বন্য প্রাণী উদ্ধার ও অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করেন।