Loading..

খবর-দার

২১ জানুয়ারি, ২০২২ ০৬:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহ বিভাগে আরও ২২২ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ বিভাগে আরও ২২২ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২২২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৮৬। এ সময়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শাহ আলমের পক্ষ থেকে জানানো প্রতিদিনের করোনার সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ময়মনসিংহ জেলায় ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় ৮০ জনের বিপরীতে ৬, জামালপুরে ১৩১ জনের বিপরীতে ২১ ও শেরপুরে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনার তথ্যদাতা চিকিৎসক মহিউদ্দিন খান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়েছেন ১৩ জন। ৫ জন রোগী আছেন আইসিইউতে।