Loading..

উদ্ভাবনের গল্প

১১ মার্চ, ২০২২ ০৭:২৫ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্পঃ করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস পরিচালনায় আইসিটির সর্বোচ্চ ব্যবহার ।

আসসালামু অযালাইকুম, আমার উদ্ভাবনের গল্পে সকলকে স্বাগতম ।

আমার উদ্ভাবণী গল্পের বিষয়ঃ করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস পরিচালনায় আইসিটির সর্বোচ্চ ব্যবহার ।

করোনা যেমন আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, তেমনি অনেক কিছু শিখিয়ে গেছে । আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি । পেন্ডামিক সিচিউশনে যখন স্বশরীলে পাঠদান বন্ধ ছিল । তখন আমি চিন্তা করি অনলাইন ক্লাস করার । এ ব্যাপারে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আলোচনা করি অনলাইন ক্লাস করার ।

এরপর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের নিয়ে অনলাইন ক্লাস করার মতবিনিময় সভার আয়োজন করা হয় । প্রধান শিক্ষক মহোদয় অনলাইন ক্লাস পরিচালনার সমস্ত দায়িত্ব দেন আমাকে । আমি তা সাদরে গ্রহণ করি । শুরু হয় আমার পেশাগত দক্ষতা অর্জনে আইসিটির সর্বোচ্চ ব্যবহার । আমি মুক্তপাঠ, ইউটিউব, বিভিন্ন গ্রুপ থেকে প্রশিক্ষণ গ্রহণ করি । শিক্ষক বাতায়নে নিয়মিত কনটেন্ট, ব্লগ, ছবি, ভিডিও কনটেন্ট আপলোড করি ।