Loading..

খবর-দার

১৫ মার্চ, ২০২২ ০৯:৩২ অপরাহ্ণ

নারীর জন্য ‘শি কোড’ প্রোগ্রাম সিনেসিস আইটির

নারীর জন্য ‘শি কোড’ প্রোগ্রাম সিনেসিস আইটিরআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি প্রোগ্রামিংয়ে নারীর অংশগ্রহণ বাড়াতে আয়োজন করছে ‘শি কোড : টেক লিডার অব টুমোরো’ প্রোগ্রাম।আন্তর্জাতিক নারী দিবস ছিল গতকাল। এ উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি প্রোগ্রামিংয়ে নারীর অংশগ্রহণ বাড়াতে আয়োজন করছে ‘শি কোড : টেক লিডার অব টুমোরো’ প্রোগ্রাম।প্রোগ্রামের  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিনেসিস আইটির বিসনেস সল্যুউশন বিভাগের প্রধান নাজিয়া আক্তার বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশের আইসিটি খাতে মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সিনেসিস আইটির প্রত্যেক বিভাগে আমরা মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। যার ধারাবাহিকতায় আজকের এই শি কোড প্রোগ্রাম। এই উপলক্ষে সিনেসিস আইটির প্রতিনিধিরা বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং কোডিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে আরও বেশি মেয়েদের অনুপ্রাণিত করবেন।’

সিনেসিস আইটি বিশ্বাস করে নারীরাই আগামী দিনে আইসিটি ইন্ডাস্ট্রিকে সামনে থেকে নেতৃত্ব দেবেন।

এ প্রসঙ্গে সিনেসিস আইটির গ্রুপ সিইও রুপায়ন চৌধুরী বলেন, ‘সিনেসিস আইটি নারীবান্ধব একটি প্রতিষ্ঠান। বর্তমানে আমাদের বিভিন্ন বিভাগে শতকরা প্রায় ৪০ শতাংশ নারী কাজ করছেন। প্রোগ্রামিংয়ে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য, ভবিষ্যৎ আইসিটি লিডার তৈরি করার জন্যই আমাদের এই উদ্যোগ।’