Loading..

প্রেজেন্টেশন

২৭ মার্চ, ২০২২ ০৫:৫০ অপরাহ্ণ

Future Continuous Tense
Future Continuous Tense:

ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:

Subject + shall be/will be + main verb + ing + object.

Example:

  • আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
  • আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
  • তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
  • সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
  • তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.
  • তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.