Loading..

মুজিব শতবর্ষ

০৬ এপ্রিল, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ

মুজিব শতবর্ষেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বীরপ্রতীক খেতাবের গেজেট আজো হয়নি যে নারী মুক্তিযুদ্ধার

মুজিব শতবর্ষেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বীরপ্রতীক খেতাবের গেজেট আজো হয়নি যে নারী মুক্তিযুদ্ধার

বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি মহান মুক্তিযুদ্ধে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ, নির্যাতিত ও ধর্ষিত লক্ষ লক্ষ সংগ্রামী নারীর এক জীবন্ত প্রতীক বা প্রামাণ্যচিত্র। আমাদের মহান মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছেন এবং শ্বাপদসঙ্কুল পরিবেশে দেশপ্রেমের দীপশিখা প্রজ্বলিত রেখেছেন; তাঁরা সর্বকালে, সর্বাবস্থায় জাতির শ্রেষ্ঠতর সন্তান। তাঁরা আমাদের অহংকার, গর্ব, চেতনা ও প্রেরণার বাতিঘর হয়ে কোটি কোটি বছর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন।

বীরমাতা কাকন বিবিসহ নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতিদান, জীবনের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাঁথা ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেষ্ট হবেন বলে আশাবাদ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি