Loading..

মুজিব শতবর্ষ

০৮ এপ্রিল, ২০২২ ০২:৩৪ অপরাহ্ণ

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘গত ২০ মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই স্মার্ট বাংলাদেশের একটি কৌশলপত্র বা রূপরেখা তৈরি করতে বলেছিলেন। 


আজ ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের বৈঠকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টার পরামর্শ এবং নির্দেশনায় স্মার্ট বাংলাদেশের কনসেপ্ট পেপারটা উপস্থাপন করা হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ করেছেন।’‘ডিজিটাল বাংলাদেশের পরে প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ’।


‘আমাদের চারটি স্তম্ভ এবং যে নির্দিষ্ট টার্গেটগুলো ছিলো তার সবগুলো পূরণ হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী চান, এখানে থেমে না থাকতে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবকে ফলো করবো ঠিক কিন্তু আগামী দিনে নতুন কোনো শিল্প বিপ্লবের প্রবক্তা হতে চায় বাংলাদেশ। নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবনে উদ্ভাবক বাংলাদেশ হতে তৈরি হোক, সেটি তিনি চান।’‘সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে, তিনি বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির উদ্ভাবনী জাতি হিসেবে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান’।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি