Loading..

খবর-দার

১৪ এপ্রিল, ২০২২ ০৪:৩৩ অপরাহ্ণ

সোশাল মিডিয়ায় আসক্তি মাদকের মতো ক্ষতিকর

সোশাল মিডিয়ায় আসক্তি মাদকের মতো ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন। 

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তথ্যের আধিক্য মানুষের মনোজগতে দারিদ্র্য তৈরি করে। বর্তমানে চারদিকে তথ্যের অতিকায় দানব আমাদের হানা দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে আমরা অপ্রত্যাশিত তথ্য পাচ্ছি। আমরা ইনফরমেশন ওভারলোডেড। সোশাল মিডিয়া আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমরা সোশাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছি, নেশাগ্রস্ত হয়ে পড়েছি—যা মাদকের মতো ক্ষতিকর। আমরা ল্যাপটপ, মোবাইলে আসক্ত থাকি, অথচ পাশে থাকা রক্তমাংসের মানুষটি বেশি গুরুত্বপূর্ণ। তথ্যের অতিকায় দানব আমাদের গ্রাস করছে। আমরা প্রযুক্তি নিয়ন্ত্রণ করবো, নাকি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে, সেটিই প্রশ্ন।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, ‘প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আজকের দিনটি তোমাদের জীবনে আনন্দের ঘটনা। তোমরা চার বছর পরিশ্রম করে জ্ঞান অর্জন করেছো, যা তোমাদের বড় সম্পদ।’ তিনি বলেন, ‘চমৎকার মানুষ হয়ে তোমরা নিজেরা কতটুকু আলোকিত করতে পারছো, সেটাই দেখার বিষয়।’