Loading..

খবর-দার

২৪ এপ্রিল, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ

হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের ছাদ যেন একখণ্ড কৃষি জমি

হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের ছাদ যেন একখণ্ড কৃষি জমি

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বছরের ৯ এপ্রিল মোহাম্মদ রুহুল্লাহ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসাবে যোগদান করেন। এর পরই তিনি শিক্ষা অফিসের তৃতীয় তলার ছাদে শখের বসে কৃষি বাগানটি গড়ে তুলেন। প্রথম দিকে মাল্টা, কমলা ও আমের চারা দিয়ে বাগান শুরু করেন। বছর শেষে বাগান থেকে মিষ্টি ও সুস্বাদু মাল্টা এবং আম পেয়েছেন। পর্যায়ক্রমে তিনি কামরাঙা, ডালিম, সফেদা, লেবু, জলপাই, পেয়ারা, বরই, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করেন।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ জানান, ছাদের ওপর সারিবদ্ধভাবে বড় ফুলের টবে মাটি ভরাট করে প্রতিটি টবে একটি করে ফলদ গাছ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে এবং পরিচর্যায় এ ফলদ বাগান গড়ে তুলেছেন। অবসর সময় বাগানে সময় কাটান তিনি। এ কাজে তাকে সহযোগিতা করেন অফিসের সহকর্মীরা।

জেলা কৃষি অফিস জানায়, শহরে বসবাসরত মানুষ তাদের ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে প্রতিদিন বিষমুক্ত ফল ও সবজি খেতে পারেন। নিজেদের চাহিদাও মিটবে পাশাপাশি বিক্রিও করতে পারবে। ছাদ কৃষিতে যে ধরনের সহযোগিতা লাগবে তা কৃষি বিভাগ দিবে।