Loading..

মুজিব শতবর্ষ

১২ মে, ২০২২ ০৩:৩৩ অপরাহ্ণ

'ঘুরে এলাম সিলেট' নিমাই চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক, পলাশী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

ঘুরে এলাম সিলেট

বাংলাদেশের প্রাচীন তম জনগোষ্ঠীই উপজাতী। নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে সেই প্রাচীন যুগ থেকে বর্তমানে পৌঁছাতে সেই প্রাচীন জন গোষ্ঠীই জীবন যাত্রা ও তাদের শিল্প-সংস্কৃতির অনেক পরিবর্তন ঘটলেও আজও কিন্তু তারা বহুলাংশেই তাদের নিজস্বতা ধরে রেখেছেন।  তারা আমাদের পূর্বজ এবং বর্তমানে সংখ্যালঘু। তাদের প্রতি তাই আমাদের বিশেষ দায় বদ্ধতা আছে। বাংলাদেশের গৌরবময় ইতিহাসের তারা অন্যতম ভাগিদার।

উপজাতী বাসীর সংখ্যা আজ মোটামুটি কম নয়। এই উপ জাতীরা আবার ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর এবং সারা সিলেট এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। জন গোষ্ঠীগুলির কয়েকটির নাম সাঁওতাল, ভীল, পারো, তামাং, টোটা,ওরাওঁ, ভুকপা ইত্যাদি। সিলেটে এরা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে।  এদের আদি পেষা চাষ পান-সুপারী। সিলেট জেলার জন গষ্ঠীর মধ্যে এরা একটি অংশ। নিজে চোখে দেখা এদের জীবনযাত্রার মান অনেকটাই ভালো। সমস্ত উপজাতী বাসী সম্প্রদায় যদি একই ভাষগোষ্ঠীর হতো এবং একই জায়গায় থাকত তাহলে কিন্তু এদের সমস্যা অনেকটাই কম হতো। শুধু ভাষা নয় ক্ষেত্র বিশেষ এদের ধর্মও আলাদা, এদের নিজেদের মধ্যে ও সংস্কৃতির ভিন্নতা আছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি