Loading..

খবর-দার

১৬ মে, ২০২২ ০৭:১৫ অপরাহ্ণ

শেখ রাসেল স্কুল অফ ফিউচার

শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের যোগ্যতা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশে আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইসিটি বিষয়কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ও তাদের মধ্যে সমস্যা সমাধানমুখী চিন্তার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলামে কোডিং চালু করার বিষয়ে কাজ শুরু হয়েছে।

উক্ত লক্ষ্য বাস্তবায়নে দেশের ৩০০ টি মাধ্যমিক বিদ্যালয়কে স্কুল অফ ফিউচার ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এই ৩০০ টি স্কুল প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠান সমুহের শিক্ষকদের দক্ষ করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীদিনের শিক্ষাব্যবস্থার রুপরেখা এই ৩০০ টি স্কুলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।