Loading..

প্রকাশনা

১৭ মে, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ

ও চাঁদ

ও চাঁদ

উম্মে শারমিন

চাঁদ, ও চাঁদ ,

শোন বলি তোরে,

বন্ধু থাকে দূরে আমায় একা ছেড়ে।

বলে-

চাঁদ দেখে দেখে মনে করো মোরে।

তুই ই বল চাঁদ, বলনা!

তা কি হয়?

তুইও তো দূরে।

আমি একা, বড়ো একা-

না পাই তোরে, না পাই বন্ধুর দেখা

মাঝে মাঝে নিজেকে লাগে বোকা।

আজ গভীর রাতে, হঠাৎ ঘুম ভেঙে গেল,

মন আমার বারান্দায় বসতে চাইল।

বসে বাইরে তাকাতেই দেখি-

তুই চেয়ে দেখছিস আমায়।

যেমন করে বন্ধু তাকিয়ে দেখেছিল আমায়।

অনেক কথা বলেছি তোর সাথে , কিন্তু কই?

বন্ধুর মত কথা বলিসনি তো তুই?

তাহলে বন্ধু কেন বলে?

বলনা চাঁদ,

বন্ধু কেন বলে তাকে পাব তর মাঝে? 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি