Loading..

খবর-দার

২৩ মে, ২০২২ ০৫:১২ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর" গ্রামীনফোন কোম্পানীর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য Wi-Fi ইন্টারনেট সংযোগ স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে।

সম্প্রতি "প্রাথমিক শিক্ষা অধিদপ্তর" গ্রামীনফোন কোম্পানীর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য Wi-Fi ইন্টারনেট সংযোগ স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে।  প্রায় ৪০০০০ বিদ্যালয়ে এজন্য রাউটারসহ প্রয়োজনীয় সামগ্রী  প্রদান করেছে। সেসকল রাউটারের মাধ্যমে আপনার বিদ্যালয়ে থাকা ল্যাপটপ/আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে আপনি বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল অনলাইন কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন। 

তার জন্য আপনাকে আর কোন কিছুই করতে হবে না। 

করনীয় সমূহ - 

১. রাউটারে দেওয়া সিমটি রেজিষ্ট্রেশন করতে হবে না।

২. শুধু চার্জিং পোর্টটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে এর পিছনে থাকা কালো সুইসটি অন করে দিলেই এটাতে বাতি চলে আসবে।

৩. তারপর রাইটারের উপরে থাকা সুইসটিতে চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন। এখন দেখুন সবগুলো বাতি অন হয়েছে। 

৪. এখন আপনার মোবাইল ফোনের Wi-Fi টিতে চেপে ধরে ছেড়ে দিন, দেখবেন আপনার রাউটারের নাম চলে আসবে (যেমনঃ ZTE-MF2.....)

৫. এখন আপনার কাছে আপনার ল্যাপটপ/মোবাইল ফোনে Wi-Fi connection এর জন্য পাসওয়ার্ড চাইবে। 

৬. এখন আপনার রাউটারের নিচে দেখুন WLAN KEY: এর পাশে কিছু সংখ্যা লেখা আছে এটিই হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড। 

৭. এখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইল ফোনে / বিদ্যালয়ে থাকা ল্যাপটপে Wi-Fi connection নিয়ে আপনি সহ আপনার বিদ্যালয়ের সবাই ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

৮. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে গ্রামীণফোন কোম্পানির ১ বছরের চুক্তি হয়েছে, যার ফলে আপনি এ-ই রাউটারে থাকা সিমটি থেকে ১ বছর আন-লিমিটেড অর্থাৎ কোনো ধরনের খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

৯. আপনি এটাতে অন্য কোম্পানির সিমও ব্যবহার করতে পারবেন। 


ধন্যবাদ সবাইকে।