Loading..

প্রকাশনা

০১ জুন, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ

'মাছরাঙা পাখির অজানা কথা ' নিমাই চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক, পলাশী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

মাছরাঙা পাখি

বাংলাদেশের জীবজগতে পাখিদের উপস্থিতি সর্বদা একটা মাত্রা যোগ করে। ভৌগোলিক বৈচিত্রের সঙ্গে সামজস্য রেখে বাংলাদেশের পাখিকুলকেও প্রকৃতি সাজিয়েছে অকৃপণ হাতে। শহরের আধুনিকতা আর নাগরিক স্বাচ্ছান্দ্যের বিনিময়ে পাওয়া ধুসর আকাশে যখন কেবলই কাক, চিল আর চডুইয়ের আধিপত্য, তখন বাংলাদেশের গ্রামের নীল আকাশে রাঙিয়ে তোলে বেনেবৌ, টিয়া বা বসন্তবৌরির উজ্জল উপস্থিতি। উজ্জল নীলরঙের পাখিটির সঙ্গে, যার সাহেবি নাম ‘কিংফিশার’ আর আমরা ডাকি ‘মাছরাঙা’। বাংলাদেশের মাছরাঙা নামে পরিচিতি এবং সহজলভ্য পাখিগুলির মধ্যে অন্যতম।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি