Loading..

ভিডিও ক্লাস

২৩ জুন, ২০২২ ০৯:৪২ পূর্বাহ্ণ

যে সকল নৈতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে স্থানান্তর করা খুবই জরুরী

 # মূল্যবোধ কথার অর্থ মূল্যবান, মর্যাদাবান বা শক্তিশালী হওয়া।


মূল্যবোধের কতগুলো সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো:

ব্যক্তির জানা, পরিচিত বা নিজের আয়ত্তে যা কিছু আছে, তার চেয়েও অধিকতর মূল্যবান, যা কিছু সঞ্চয় করে রাখার মতো তা হলো মূল্যবোধ।
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে।
কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে।

সমাজবিজ্ঞানী ডেবিড পোপেনো (David Popenoeবলেছেন, “ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষি সমাজের সদস্যদের যে ধারণা, তার নামই হলো মূল্যবোধ” 

যে সকল নৈতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে স্থানান্তর করা খুবই জরুরীঃ

v শিক্ষকদের সন্মান করা
v সহপাঠীদের সাথে সহযোগিতা করা
vপরীক্ষায় নকল না করা
vসত্যকে জানা ও বাস্তব জীবনে তা অনুশীলন করা
vস্বাস্থ্য ভাল রাখার নিয়মনীতি  মেনে চলা

vঈর্ষা, রেষারেষি বা বিদ্বেষ্পূর্ণ আচরণ না করা। 

         উন্নত ও সুস্থ জীবনব্যবস্থা গড়ে তুলতে ব্যক্তির মধ্যে এ সব গুণাগুণ সাধারণভাবে করা হয়। সকলের মধ্যে  সমানভাবে এই গুণাগুণ থাকলে মানুষ একে অপরের সাথে ইতিবাচক কল্যাণমুখী আচরণগুলো করতে পারে এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠতে পারে।

নৈতিক মূল্যবোধগুলি শুরু থেকেই শিশুদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এগুলি আপনার সন্তানের ব্যক্তিত্ব গঠনে বিশাল ভূমিকা পালন করে এবং আপনার শিশু কীভাবে তার জীবনকে রূপ দেয় তার উপর সবচেয়ে বড় প্রভাব রয়েছে