Loading..

খবর-দার

২৩ জুন, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ

আজ ২৩ জুন পলাশী দিবস।

নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা বেইমানি করেছিলো, তারা সবাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, এবং এ ভারতবর্ষের মানুষ ২০০ বছর গোলামী করেছিলো। আর যে সিরাজউদ্দৌলাকে জুতার মালা পরিয়ে সেদিন অপমান করা হয়েছিলো, সে আজো দুনিয়ার ইতিহাসের পাতায় বীরের মর্যাদায় সমুজ্জ্বল। শুধু বিজয়ী নয়,পরাজিত হয়েও যে ইতিহাসের পাতায় সমুজ্জ্বল মর্যাদায় অধিষ্ঠিত হওয়া যায়- সিরাজউদ্দৌলাই দুনিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা হে মহাবিজয়ী বীর, যে কিনা পরাজিত হয়েও জিতে গেছেন টীকাঃদুনিয়ার রাজনৈতিক ইতিহাসে কেবল একজনই আছেন - যে কিনা পরাজিত হয়েও জিতে গেছেন,আর তার নামই হলো নবাব সিরাজউদ্দৌলা)