Loading..

খবর-দার

২৮ জুন, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

সাভারের আশুলিয়ায় ছাত্রের স্ট্যাম্পের আঘাতে উৎপল কুমার সরকার (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সাভারের আশুলিয়ায় ছাত্রের স্ট্যাম্পের আঘাতে উৎপল কুমার সরকার (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

সাভারের আশুলিয়ায় ছাত্রের স্ট্যাম্পের আঘাতে উৎপল কুমার সরকার (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছাত্র।
পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সম্মান নিয়ে বেঁচে থাকা দায়। শিক্ষকের বেত উঠে যাওয়া, তথ্য প্রযুক্তির অপব্যবহার, যুব সমাজের অবাধ চলাফেরা, সামাজিক শাসন উঠে যাওয়া, অন্যায়কে প্রতিনিয়ত প্রশ্রয় দেওয়া, কথায় কথায় শিক্ষকের দোষ খুঁজে বেড়ানো এ কারণগুলোর জন্যই আজ আমাদের ছাত্র সমাজের এ অধঃপতন। শিক্ষক, গুরুজন কারো কথা এরা শুনেনা বরং বাসায় বাবা-মাকেও এরা পাত্তা দেয়না এবং ব্লেকমেইল করে। আজ শিক্ষককে কাল বাবা-মাকে এভাবে চলতে থাকলে জাতি গড়ার কারিগর শিক্ষকের নামটি নিশ্চিহ্ন হয়ে যাবে। এ কুলাঙ্গার ছাত্র যে ন্যক্কারজনক কাজ করেছে তাকে দ্রুত গ্রেপতার করে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়া প্রয়োজন। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
আসুন আমরা সবাই মিলে ”অপরাধীকে অপরাধী বলি, বিন্দুমাত্র পক্ষপাতিত্ব না করি, সমাজ ও রাষ্ট্রকে অপরাধমুক্ত করি, আত্মমূল্যায়ন করতে শিখি।”
কিশোর হলেও সে অপরাধী।