Loading..

প্রকাশনা

২৮ জুন, ২০২২ ০৯:৩১ অপরাহ্ণ

কবিতা

৪। করোনা

মোছাঃ কামরুন নাহার

করোনা  তুমি কোথায় ছিলে

কেন এলে মোর দ্বারে ,

তোমায় তো ঢুকতে দিব না

বসতে দিব না পিড়ে

তুমি কেড়ে নিলে সবার হ্নদয়,

কেড়ে নিলে অবাস্তব স্বপ্ন,

করেছ মোরে হতাশা ,করেছ মোরে দ্বন্ধ ।।

তুমি কি মনে করেছ ছেড়ে দিব তোমায়,

ছাড়ব না কখনো-করেছি পণ,

যুদ্ধে নেমেছি লড়ব তোমায়,

করবো তোমায় জব্দ ।।

তবে,করোনা তুমি মোদের শিক্ষাগুরু

তোমার কাছে শিক্ষা নিয়ে করেছি মোরা

মোদের কাজ শুরু ।

ঘরে বসে মোরা সারাক্ষন যপি

আমার শিক্ষার্থীর ভাবনা,কীভাবে রক্ষা করব

তাদের স্বপ্নধারা,তাই মোরা নিরালসভাবে কাজ করি

কীভাবে পৌছে দিব অনলাইনের ধারনা ।

করোনা তুমি  এই মহামারিতে শিখিয়েছ মোদের

জুম,গুগল মিট পাওয়ার পয়েন্ট আর ও কত কী ?

তুমি না এলে জানতাম না মোরা---

কীভাবে শিখতে হয় অনলাইনের কাজগুলি

 

তবে ,করোনা তুমি শিখিয়েছ  আমায় ,

আমার যত স্বপ্ন ছিল --মনের বাসনা

 অনলাইনে যুক্ত হয়ে করেছি তা লব্ধ

যতদিন থাকব মোরা দুনিয়ার বুকে,

তোমাকে ভুলবো না মোরা –

তোমায় রাখব মনে, থাকবে স্মরনে ।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি