Loading..

প্রকাশনা

১৯ অক্টোবর, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

কবিতা
অধমের অহংকার মোঃ জয়নাল আবেদীন অধমের অহংকার গড়ে তুলে তিরস্কার, নাই তার লাজ ,ধরে অনেক সাজ , মধুর আচরণ তার ,প্রকৃত অবস্থা গোপন যার । কথায় মিষ্টি অন্তর হিংসায় পূর্ন , যে কোন উপায়ে শত্রুতা আছে তার , বেশুমার হিংসার পরিনতি সব হারাতে হয় যার । তারক হিসাবে তার স্বর প্রকাশ করে , তির্যক পথে গমন করে, তিলক রূপ ধরে । কথায় কাজে নাই মিল অহংকারীর- লজ্জার ভাব দেখায় ,নির্লজ আচরণ তাদেরই । হিংসা আর অহঙ্কারে যাদের জীবন গড়া, নির্দোষীকে গলা ধাক্কা ,দোষীকে ভক্তি করে তারা । আত্ম হিংসায় জ্বলেপুরে জীবন করে বরবাত, একের ক্ষতি অপরের লাভ - এতাই হিংসার স্বভাব । অতিরিক্ত সরলতার ভান করে নদীর মুখে- দেয় বালির বাঁধ । কৌশলে কাজ আদায় করে- পূর্ণ করে যত স্বাদ ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি