Loading..

খবর-দার

০৪ জুলাই, ২০২২ ০১:৫৪ পূর্বাহ্ণ

শুধু ভ‌্যাকসিন-ই সমাধান নয়; সচেতনতা জরুরী বটে

শুধু ভ‌্যাকসিন-ই সমাধান নয়;

সচেতনতা জরুরী বটে

প্রথমত দীর্ঘ দেড় বছর স্কুল কলেজ বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা কার্যক্রমে আবার শুরু হয়েছে, পালাক্রমে বন্ধ আবার খোলা এভাবে করে যখন পরিস্থিতি বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা ও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপদ মনে হয়েছে তখন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মুখ পাঠদান কর্মসূচির জন‌্য অনুমোদন দেয়া হয়েছে।  এখন আমরা নিরাপদ অবস্থানে আছি। কিন্তু ইদানিং কিছুদিন ধরে আবারও কারোনা পরিস্থিতি বাড়ছে, ধরা যাক ৩রা জুলাই 2022 এর রিপোর্ট অনুযায়ী নমুনা পরীক্ষা 12246 এবং 1902 জন শনাক্ত এবং শনাক্তের হার  ১৬%। ঐদিন  307 সুস্থ মৃতের সংখ‌্যা 02 জন। এ দিনের তথ‌্যানুযায়ী পরিস্থিতি 16% আক্রান্ত হওয়ায় তা বিগত দিনের তুলনায় একটু বেশীর দিকে যাচ্ছে। তাই যাদের ভ‌্যাকসিন নেয়া হয়েছে, শুধু তা নির্ভর না হয়ে থাকলে চলবে না। সচেতন থাকা হবে ঝুঁকিপূর্ণ সকল স্থানে। যা আমাদেরকে অনাকাঙ্খিত সমস‌্যা বা আক্রান্ত হওয়া থেকে সতর্ক থাকতে সহায়ক হবে। আমার বিশ্বাস আমাদের (শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের) সচেতনতা ও সরকারের আন্তরিকতাই এবং পদক্ষেপ মহামারীকে দূর করে বহুদূর এগিয়ে যাবে বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশ। ইনশাআল্লাহ।