Loading..

খবর-দার

০৯ জুলাই, ২০২২ ০৩:৫৮ অপরাহ্ণ

'ঘুরে এলাম পিসি রায় বাড়ি' নিমাই চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক, পলাশী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

গ্রীষ্মের দাবাদাহ আর বর্ষার শ্যামলতাময় দিনগূলো পেরিয়ে ঘুরে এলাম পিসি রায় এর বাড়ি থেকেখুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়লী গ্রামে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি।  বাড়িটির  দেওয়াল  পত্রিকায় লেখা আছে বাড়িটি দুটি ভাগে বিভাক্তএকটি সদর মহল অপরটি অন্দর মহলসদর মহলে দেখতে পেলাম একটি রথ আছেদূর্গা মন্দির আছে কিন্তু মন্দিরে প্রবেশের অনুমতি পেলামনাবাড়ির সদর মহলটি পুরুষদের বসবাসের জন্য নির্মাণ করা হয় এবং অন্দর মহলটি মহিলাদের বসবাসের জন্য নির্মাণ করা হয়নারী শিক্ষার জন্য খুলনা জেলার সর্ব প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেনআচার্য প্রফুল্ল চন্দ্রের পিতা হরিশ চন্দ্র রায়বিদ্যালয়টির নাম নিজের স্ত্রীর নামে। ১৮৫০ ইং সনে বিদ্যালয়ের নাম করণ করেন ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়

আচার্য প্রফুল্ল চন্দ্রের পিতা হরিশ চন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেনপিসি রায়ের বাবার গ্রন্থাগারে প্রচুর বই পান তিনি এবং বইপাঠ তাঁর জ্ঞানমানসের বিকাশসাধনে প্রভূত সহযোগিতা করে।