Loading..

ম্যাগাজিন

১২ জুলাই, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

মনিপুরিদের জীবনধারা,পোশাক ও উৎসব

মনিপুরি নৃ-গোষ্ঠীর লোকেরা সিলেট,মৌলভীবাজার ও হবিগিঞ্জে বসবাস করেন।মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মনিপুরি বসবাস করেন।তারা অনেকেই ভারতের আসাম ও মনিপুর রাজ্যে বাস করেন।মনিপুরিরা দুটি ভাষাগোষ্ঠীতে বিভক্ত;বিষ্ণুপ্রিয়া ও মৈ তৈ মনিপুরি।

জীবনধারাঃমনিপুরিদের বাড়িঘর বাঁশ,ইট বা টিনের তৈরি।তারা ভাত,মাছ ও নানা ধরনের সবজি খান।তাদের একটি প্রিয় খাবারের নাম সিঞ্জেদা যা নানা ধরনের শাক-সবজি দিয়ে তৈরি।মনিপুরিরা মূলত কৃষিজীবী ও তাঁতি।

পোশাকঃমনিপুরি মেয়েরা লাহিং (এক ধরনের ঘাগড়া জাতীয় পোশাক),আহিং(ব্লাউজ) ও ওড়না পরেন।ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন।

উৎসবঃ মনিপুরিদের নানা ধরনের উৎসব আছে।যেমন-রথ যাত্রা,চৈত্রসংক্রান্তি,দোলযাত্রা ও রাসপূর্নিমা ইত্যাদি।নাচ,গান,বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ করেন।          

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি