Loading..

খবর-দার

২৮ জুলাই, ২০২২ ০৯:৩২ অপরাহ্ণ

বিশ্ব হেপাটাইটিস দিবস- আজ। রোকসানা আক্তার সহকারী শিক্ষক জীববিজ্ঞান

বিশ্ব হেপাটাইটিস দিবস- আজ। 


হেপাটাইটিস নির্মূলের এখনই সময়’এ প্রতিপাদ্যে রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যাপারে জোর দিয়ে দিবসটি পালিত হচ্ছে।


সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ হেপাটাইটিসের কোনো না কোনো ধরনে আক্রান্ত। 

অথচ  প্রতি ১০ জনের ৯ জনই জানেন না, তাদের হেপাটাইটিস আছে।দেশের মোট জনসংখ্যার শতকরা ৫ দশমিক ৫ শতাংশ মানুষ হেপাটাইটিস বি এবং এক শতাংশ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসের বাহক।


 ভাইরাসটি প্রতিরোধে অসচেতনতা ও সময় মতো শনাক্ত না হওয়ায় অসংখ্য রোগী এ চিকিৎসার আওতামুক্ত থেকে যাচ্ছেন। 


বিশেষজ্ঞরা হেপাটাইটিস রোগ নির্মূলে সচেতনতা বাড়াতে শিশুদের পাঠ্যবইয়ে বিষয়টি যুক্ত করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও নিরাপদ রক্ত পরিসঞ্চালন, ওষুধের দাম, চিকিৎসা সেবা, হেপাটাইটিস নির্ণয়ে পরীক্ষার সুযোগ ও বিনামূল্যে টিকার ওপর জোর দেন তারা।