Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

৩০ জুলাই, ২০২২ ০৯:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস দিবস (বি পি দিবস)

২২ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস দিবস সংক্ষেপে আমরা বি পি দিবস বলে থাকি।

স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর জন্ম বার্ষিকি ২২ ফ্রেব্রুয়ারিকে বি পি দিবস হিসেবে বিশ্ব ব্যাপী উদযাপন করা হয়।

দিবসটিতে বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমাজ উন্নয়ন মূলক কাজও করা যায়।

দিবসটি উপলক্ষ্যে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিজের ইউনিট সহ অন্য আরো প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সামাজিক সচেতনত তৈরি করা যায়।

বি পি দিবসে সামাজিক সচেতনতার অংশ হিসেবে র‍্যালী করা যায়।

বৃক্ষরোপন ইভিযান করা যায়।

প্রতিবছর এই দিনে ডে ক্যাম্পের আয়োজন করা যায়।

আই দিনে হাত ধোয়া কর্মসূচির আয়োজন করা যায়।বর্তমান সময়ে এটি অতি প্রয়োজনীয় পদক্ষেপ।

বি পি দিবসে বিশেষ প্যাক মিটিং এর আয়োজন করা যায়।

সুখ লাভের প্রকৃত উপায় হচ্ছে অপরকে সুখী করা।বি পির জন্মদিনে তার অমর বাণী কে আমরা স্মরণ করি এবং অনুসরণ করতে দৃর প্প্রতিজ্ঞ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি