Loading..

খবর-দার

৩১ জুলাই, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ

******* আশুরার রোজা কবে, কীভাবে রাখবেন? ********

আলহামদুলিল্লাহ, মুহাররামের চাঁদ ওঠেছে। আজ সন্ধ্যা থেকে ১৪৪৪ হিজরি সাল শুরু হলো। যারা মুহাররাম মাসের ফজিলতপূর্ণ নফল রোজা রাখতে চান, তারা আজ রাতে সাহরি খেয়ে কাল থেকেই রাখতে পারেন।

.

আশুরার রোজা কবে, কীভাবে রাখবেন?

.

❑ আশুরা বলতে কী বোঝায়?

.

আশুরা শব্দটি আরবি ‘আশারাহ’ থেকে এসেছে। এর অর্থ দশ। আশুরা মানে দশম। ইসলামি পরিভাষায় মুহাররাম মাসের ১০ তারিখকে আশুরা বলে।

.

❑ আশুরার রোজার হুকুম:

.

আশুরার রোজা রাখা একটি নফল আমল। এর ফজিলত অনেক, তবে এটি ফরজ নয়।

.

আয়িশা (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে আশুরার দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন, পরে যখন রমাদানের রোজা ফরজ করা হলো, তখন যার ইচ্ছা (আশুরার) রোজা রাখতো আর যার ইচ্ছা রাখতো না। [ইমাম বুখারি, আস-সহিহ: ২০০১]

.

❑ আশুরার রোজার কারণ:

.

ইবনু আব্বাস (রা.) হতে বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন—ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। নবিজি বললেন, ‘‘এটি কী?’’ তারা বললো, ‘এটি একটি উত্তম দিন। এ দিনে আল্লাহ তা‘আলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে বাঁচিয়েছেন। তাই মুসা (আ.) রোজা রেখেছেন।’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘মুসার (অনুসরণের) ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক হকদার।’’ অতঃপর তিনি রোজা রাখেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দেন।” [ইমাম বুখারি, আস-সহিহ: ২০০৪]

.

❑ আশুরার রোজার গুরুত্ব:

.

ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজার উপর অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখিনি।’ [ইমাম বুখারি, আস-সহিহ: ২০০৬]

.

❑ আশুরার রোজার উপকারিতা: 

.

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি—তিনি (এর দ্বারা) পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।” [ইমাম মুসলিম, আস-সহিহ :১৯৭৬]

.

❑ আশুরার রোজা রাখার সঠিক পদ্ধতি:

.

আশুরার রোজা তিনভাবে রাখা যায়। উত্তম হলো, আশুরার দিন (মুহাররামের ১০ তারিখ) রোজা রাখা এবং আশুরার আগের দিন অথবা পরের দিন আরেকটি রোজা রাখা। তবে, শুধুু মুহাররামের ১০ তারিখ রাখলেও চলবে। এ ব্যাপারে আশুরার আরেকটি পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে, ইনশাআল্লাহ। আগামী ৯ই আগস্ট আশুরা। অর্থাৎ ৮ই আগস্ট রাতে সাহরি খেয়ে ৯ই আগস্ট আশুরার রোজা রাখবেন।

.(সংগৃহীত)

প্রকৌঃ মোঃ শফি উদ্দীন (বিএসসি এগ্রিল. ইঞ্জিনিয়ারিং, এমএস ইন ইরিগেশন, বা কৃ বি)

ইন্সট্রাক্টর (ফার্ম মেশিনারী), সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মেহেরপুর।

গ্রাফিক্স ডিজাইনার,

ব্লগা‌র,

ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর,

ICT4E জেলা অ্যাম্বাসেডর এটুআই, মেহেরপুর

সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়ন, ফেব্রুয়ারী, ২০২২

MIE Expert : 2021-2022

বিষয়ভিত্তিক প্রশিক্ষক: ফার্ম মেশিনারী, এগ্রো মেশিনারী, কৃষি শিক্ষা ও কম্পিউটার এপ্লিকেশন

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মেহেরপুর।

E-mail: [email protected]

বাতায়ন প্রোফাইল:

ইউটিউব চ্যানেল: