Loading..

ম্যাগাজিন

০২ আগস্ট, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ

হে আমাদের রব! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন

হে আমার নফস!!

'তুমি ধৈর্য্য ধর, সবর কর, অপেক্ষা কর।

নিশ্চয়ই ধৈর্য্যের ফল অতি মিষ্টি হবে ইনশাআল্লাহ!!

 

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এমন কিছু) দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হবে। (সূরা দুহা:৫)

 

কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোন হিসাব ছাড়াই। (সূরা যুমার:আয়াত নং -১০)

.

নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই হবে। আল্লাহর হিসাবে কোনো ভুল হবে না, আল্লাহ তিল পরিমাণ যুলম করবেন না। মানুষ ভুলে গেলেও আল্লাহ তা'য়ালা কোনো কিছুই ভুলে যান না।

 

আপনার রব কোনো কিছুই ভুলেন না। (সূরা মারইয়াম:৬৪)

.

হে আমার নফস!!

তুমি সবর কর, চেষ্টা কর, দোয়া কর।

 

নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অতি নিকটবর্তী। (সূরা বাকারাহ:১৮৬)

 

বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। (সূরা মু'মিন/গাফির: আয়াত -৬০)

.

হে আমাদের রব! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করুন। (সূরা বাকারাহ:আয়াত -২০০)

 

হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকান্ড সঠিক করে দিন। (সূরা কাহফ: আয়াত-১০)

 

হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী। (সূরা কাসাস: আয়াত-২৪)

 

হে আমার রব! আমি অসহায় দূর্বল অক্ষম; অতএব আপনি আমার পক্ষ হতে প্রতিশোধ নিন। (আল কামার:আয়াত-১০)

 

হে আল্লাহ! আমাদের জন্য আপনি যা ফসালা করেছেন সেগুলোর সুন্দর সমাপ্তি দিন। (মুসনাদে আহমাদ: ৪/১৮১)

.

আমিন,

আমিন ইয়া রাব্বুল আলামীন!!

(সংগৃহীত)

প্রকৌঃ মোঃ শফি উদ্দীন (বিএসসি এগ্রিল. ইঞ্জিনিয়ারিং, এমএস ইন ইরিগেশন, বা কৃ বি)

ইন্সট্রাক্টর (ফার্ম মেশিনারী), সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মেহেরপুর।

গ্রাফিক্স ডিজাইনার,

ব্লগা‌র,

ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর,

ICT4E জেলা অ্যাম্বাসেডর এটুআই, মেহেরপুর

সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়ন, ফেব্রুয়ারী, ২০২২

MIE Expert : 2021-2022

বিষয়ভিত্তিক প্রশিক্ষক: ফার্ম মেশিনারী, এগ্রো মেশিনারী, কৃষি শিক্ষা ও কম্পিউটার এপ্লিকেশন

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মেহেরপুর।

E-mail: [email protected]

বাতায়ন প্রোফাইল:

ইউটিউব চ্যানেল:

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি