Loading..

ভিডিও ক্লাস

২০ আগস্ট, ২০২২ ০৬:৪২ অপরাহ্ণ

পিষ্টন

পিস্টন হচ্ছে রেসিপ্রোকেটিং ইঞ্জিন, রেসিপ্রোকেটিং পাম্প, গ্যাস কম্প্রেসার, হাইড্রোলিক সিলিন্ডার এবং একই ধরনের কাজ করা যন্ত্রগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। পিস্টনের অবস্থান সিলিন্ডারের ভেতরে এবং পিস্টন রিং এর সাহায্যে এদিকে বায়ুরোধী করা হয়। 

টিডিসি- টিডিসি অর্থ টপ ডেড সেন্টার। ইঞ্জিন সিলিন্ডারে পিস্টনের উর্ধ্ব গমনের সর্ব্বোচ অবস্থান।

বিডিসি- বিডিসি অর্থ বটম ডেড সেন্টার। ইঞ্জিন সিলিন্ডারে পিস্টনের নিম্ন গমনের সর্ব নিম্ন অবস্থান।

বোর- ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরীণ ব্যাসকে বোর বলে।

স্ট্রোক - ইঞ্জিন সিলিন্ডারে মধ্যে টিডিসি হতে বিডিসি পর্যন্ত গমণের লম্বিক দূরুত্ব।