Loading..

ভিডিও ক্লাস

০৩ অক্টোবর, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ণ

অংকপাতন। Class 6 Mathematics Chapter 1 Part 1.1 I Grade 6 Math Ongkopaton | Feroze Ahmed। সহকারি শিক্ষক (গণিত)।

শ্রেণিঃ ৬ষ্ঠ

বিষয়ঃ গণিত, অংকপাতন

অধ্যায়ঃ ১ম

শিক্ষনফল

১। স্বাভাবিক সংখ্যার অংকপাতন করতে পারবে।

২। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অংকপাতন করে পড়তে পারবে।

৩। সংখ্যার স্থানীয় মান বের করতে পারবে।

অংকপাতনঃ

কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনের ক্ষেত্রে ১০টি প্রতীকই ব্যবহার করা হয়। এ প্রতীকগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এসবগুলোকে অঙ্কও বলা হয়। এই সংখ্যাগুলির শূন্য ব্যতীত বাকি সংক্যাগুলি স্বাভাকি সংখ্যা। এদের মধ্যে প্রথম ৯টি প্রতীককে ( ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) সার্থক অঙ্ক বলে এবং শেষেরটিকে শূন্য বলা হয়। এ সংখ্যাগুলির স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় ও শূন্য।