Loading..

উদ্ভাবনের গল্প

০৯ অক্টোবর, ২০২২ ০৬:২৩ অপরাহ্ণ

প্রাথমিক পর্যায় থেকে শুরু করি শ্রেণিব্যবস্থাপনার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গরে তুলি

আসসালামু আলাইকুম। আমি একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আসলে করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কিছু আচরন আমাকে এই কাজে প্রেষণা যোগায়। বিশেষকরে পঞম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে লিঙ্গ বৈষম্য এবং শ্রেণিকক্ষে  কিছু শিক্ষার্থীদের মাঝে হিন্দু মুসলিম ভেদাভেদ দেখে আমি গল্পটি তৈরি করি। আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা গতিশীল থাকলেও সমাজে নৈতিক অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে।তাই এখনই সময়  এ বিষয়ে কাজ করা। আমি বিশ্বাস করি প্রাথমিক বিদ্যালয়গুলিতে আমরা এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করতে পারি।বিশেষকরে শ্রেণিব্যবস্থাপনার  ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র, নৃ -গোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন এবং কম পারক -বেশি পারক সকল শিক্ষার্থীদের সমান গুরুত্ব দিয়ে মিলেমিশে বসার অভ্যাস গঠনের মাধ্যমে আমরা একটি সমতার সমাজ গড়ে তুলতে পারি। প্রাক প্রাথমিক শ্রেণিতে আমরা যেসব শিক্ষার্থীদের পেয়ে থাকি তাদের নরম কাদামাটির মত আমরা আমাদের ইচ্ছেমত গড়ে তুলতে পারি। প্রাক প্রাথমিক থেক্বে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত আমরা যদি তাদের এভাবে মিশেমিশে বেড়ে উঠার সুযোগ করে দিতে পারি, তাহলে নিশ্চয়ই তারা একদিন আমাদের একটি ভারসাম্যপূর্ণ ও অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ উপহার দিতে পারবে।