Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৩ অপরাহ্ণ

সমন্বিত মাছ ও হাঁস চাষ।

মাছ ও হাঁস চাষের সুবিধা - ১। পুকুরের উপর হাঁসের ঘর তৈরি করতে আলাদা জায়গার প্রয়োজন হয় না। ২। হাঁসের বিষ্ঠা সরাসরি পুকুরে পড়ে যা মাছ চাষের জন্য উৎকৃষ্ট জৈব সার , এই পদ্ধতিতে পুকুরে বাইরে থেকে কোনো সার দেওয়ার দরকার নেই। ৩। হাঁস পুকুরের পোকামাকড় ও ব্যাঙচি খেয়ে পুকুরের পরিবেশ ভালো রাখে। হাঁস পুকুরের পানিতে  সাঁতার কাটে বলে বাতাস থেকে অক্সিজেন পানিতে মিশে, ফলে পানিতে অক্সিজেনের সমস্যা হয় না। ৫। একই জায়গা থেকে মাছ, মাংস ও ডিম পাওয়া যায়, ফলে অধিক খাদ্য উৎপাদন ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি