Loading..

খবর-দার

২৭ ডিসেম্বর, ২০২২ ০২:২৯ অপরাহ্ণ

২০৪১ এর রুপকল্প বাস্তবায়নে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ এর বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ গুলো সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ

২০৪১ এর রুপকল্প বাস্তবায়নে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ এর বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ গুলো সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ 

মনে প্রশ্ন ও কৌতুহল জেগেছিল এই ভেবে যে, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ কিভাবে বাংলাদেশকে ৪১ সালে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করবে? উত্তর খুঁজে পেলাম ও আশাবাদী হলাম মুক্তপাঠের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর বিষয় ভিত্তিক অনলাইন কোর্স গুলো সম্পন্ন করে। আমার মনে হয়েছে আরো আগে যদি এ ধরনের শিক্ষাক্রম শুরু করতে পারতাম আমরা তাহলে আরো আগে হয়তো দেশ উন্নতির উচ্চ শিখরে আরোহণ করত। একজন ঝরে পড়া শিক্ষার্থী যদি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় ও উদ্যোক্তা হতে পারে, তাহলে যারা উচ্চ শিক্ষা অর্জন করবে তারা কি না করতে পারে! বিষয় ভিত্তিক মুখস্থ বিদ্যার মাধ্যমে জ্ঞান অর্জনের পরিবর্তে এ শিক্ষাক্রমে শিক্ষার্থীরা যোগ্যতা ভিত্তিক তথা জ্ঞান, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং দক্ষতার মাধ্যমে পরিপূর্ণ ও যোগ্য মানুষ, সুনাগরিক ও দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই ও শিক্ষকগণের জন্য আলাদা শিক্ষক সহায়িকা এ শিক্ষাক্রমের নতুন চমক হিসেবে মর্যাদা পাবে। হাসতে- খেলতে, মজায়- মজায় ও গল্পে ছন্দে এগিয়ে যাবে চাপহীন এ শিক্ষাক্রম।ইস্ যদি ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে এ শিক্ষাক্রমের আলোকে জীবন সাজাতে পারতাম কতই না ভালো হতো! আমার মতে শুধু শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক নয় বরং দেশের প্রতিটি মানুষের উচিত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ সম্পর্কে ধারণা থাকা।

দেশকে এগিয়ে নিতে হলে ও ৪১ সালের টার্গেটের ফলাফল পরিপূর্ণরূপে পেতে হলে স্কুল ও মাদ্রাসা শিক্ষাকে সমান তালে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। উভয় মাধ্যমে দেশের অগণিত শিক্ষার্থী অধ্যয়ন করে থাকে। এ শিক্ষাক্রমে ধর্ম বিষয় ছাড়া সবগুলোই জেনারেল। যদিও স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির জন্য প্রণীত। আর আমরা জানি স্কুলে যা পড়ানো হয় তা মাদ্রাসাতেও পড়ানো হয় এবং এর সাথে কোরআন মাজিদ, হাদিস শরীফ, আকাঈদ ও ফিকহ, আরবি প্রথম পত্র এবং ২য় পত্র ইত্যাদি বিষয়গুলো সিলেবাসভুক্ত মূল বিষয়। অথচ নতুন শিক্ষাক্রমে মাদ্রাসার এ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। জেনারেল বিষয়ের পাশাপাশি যদি মাদ্রাসার উল্লেখিত অতিরিক্ত মূল বিষয় গুলোকে অন্তর্ভুক্ত করা হত তাহলে উক্ত বিষয়ের শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করে ২০২৩ জন্য নতুন ভাবে নিজেকে প্রস্তুত করতে পারতেন। এতে করে মাদ্রাসার পিছিয়ে পড়ার কোন সুযোগ থাকত না। তাই দেশকে এগিয়ে নিতে হলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও সুনজরে রেখে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। 


জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কোর্সের সময় ও লিংকঃ 

1. বাংলা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা)- https://muktopaath.gov.bd/course-details/982 

2. ইসলাম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা)- https://muktopaath.gov.bd/course-details/980 

3. ইংরেজি (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/977 

4. স্বাস্থ্য সুরক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/975 

5. গণিত (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/974 

6. শিল্প ও সংস্কৃতি (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)-  https://muktopaath.gov.bd/course-details/973 

7. হিন্দুধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা)- https://muktopaath.gov.bd/course-details/972 

8. বৌদ্ধধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা) - https://muktopaath.gov.bd/course-details/971 

9. খ্রীষ্টধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা)- https://muktopaath.gov.bd/course-details/968 

10. জীবন ও জীবিকা (পার্ট-১) (২৪ ডিসেম্বর ২০২২ বিকাল ৩টা)- https://muktopaath.gov.bd/course-details/965 

• জীবন ও জীবিকা (পার্ট-২) (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/965

11. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-১) (২৪ ডিসেম্বর ২০২২ বিকাল ৪টা)- https://muktopaath.gov.bd/course-details/962 

• ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-২) (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/962 

12. বিজ্ঞান (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা) – https://muktopaath.gov.bd/course-details/959  

13. ডিজিটাল প্রযুক্তি (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা)  - https://muktopaath.gov.bd/course-details/990