Loading..

প্রকাশনা

০১ জানুয়ারি, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

ছড়াঃ সুন্দরবনের করমজলে

সুন্দরবনের করমজলে 

-মোহাম্মদ আব্দুল ওয়াহিদ 


তারবেড়া এক মাঠে দেখি 

কয়টি হরিণ আছে 

বাদাম কিংবা ঘাস দিলে সে 

ছুটে আসে কাছে। 


দু'তিন কুমির শুয়ে আছে 

শুকনো মাটি ঘেষে 

মরা না কি জিন্দা আছে 

বুঝলাম অবশেষে। 


বনের ভেতর ঘুরে দেখি 

দুটি বানর আছে 

মনের সুখে লাফালাফি 

করছে তারা গাছে। 


সারাবনে ঘুরে ঘুরে 

পাইনা পাখির দেখা

ভাবছি মনে এমন সময়

শুনতে পেলাম রেখা।


সুন্দরবনের করমজলের

পশুপাখি নিঃশ্ব।

ভাবতে বড় অবাক লাগে 

এই যদি হয় দৃশ্য


রচনাকালঃ ২৪/১২/২০২২

কলমে- মোহাম্মদ আব্দুল ওয়াহিদ 

সহকারী শিক্ষক 

মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়

বালাগঞ্জ, সিলেট। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি