Loading..

খবর-দার

০১ ফেব্রুয়ারি , ২০২৩ ০৯:১৮ পূর্বাহ্ণ

"সিলেট রিজেন্ট পার্ক রিসোর্টে অনলাইন পারফর্মার শিক্ষক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত"

সিলেটের রিজেন্ট পার্ক রিসোর্টে,সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষকদের অনুপ্রেরণা দিয়ে শিক্ষকদের পথ অনেকটা এগিয়ে দিয়েছে যা অবস্বরণীয় হয়ে থাকবে।সেখানে যেন শিক্ষকের মিলন মেলায় পরিনত হয়েছে।শিক্ষকরা একে অপরের সাথে যোগাযোগ ও কুশল বিনিময় হাসি আনন্দ বিনিময় করতে পেরেছে। একে অপরের সাথে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে।দূর দূরান্তে শিক্ষকের সাথে সম্পর্কের গভীরতা সৃষ্টি হয়েছে। আনন্দ ঘন পরিবেশে শিক্ষক পারফর্মার আড্ডায় শিক্ষকবৃন্দ মেতে উঠেছে। তাদের প্রতিভা প্রকাশ করতে পেরেছে মন খোলসা ভাবে, গান, জারি গান, কৌতুক কবিতা আবৃতি, নৃত্য পরিবেশনসহ অসংখ্য পার্টিসিপ্যান্ট ছিল দেখার মত।বিশিষ্ট জনদের বিভিন্ন ধরনের পরামর্শ ছিল প্রত্যাশা মূলক,বর্তমান কারিকুলামকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এগিয়ে যাওয়ার পথ চলার দিক নিদর্শন ছিল অবিস্মরণীয় ।অতিথিবৃন্দের মনোমুগ্ধকর পথ চরণ ছিল অবিস্মরণীয় স্মৃতি। সেলফিসহ গ্রুপ ও গ্রুপে ফটোসেশান ছিল যেন প্রকৃতির অপরুপ দৃশ্য।  এই রিজেন্ট পার্ক রিসোর্ট সবার কাছে এক স্বরনীয় স্মৃতি হয়ে থাকবে আজীবন।অনলাইন পারফর্মার শিক্ষক সম্মেলন ২০২৩ আয়োজন করে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল যা অবস্বরণীয় দৃষ্টান্ত অর্জন করল। উক্ত অনলাইন পারফর্মার শিক্ষক হিসেবে বিভিন শিক্ষক পার্টিসিপ্যান্ট করতে পেরে নিজেকে ধন্য মনে করে।সিলেট রিজেন্ট পার্ক রিসোর্ট ছিল শিক্ষকের উপস্থিতিতে মুখরিত।সেখানে সন্মানিত ব্যাক্তি বর্গের উপস্তিতিতে ক্রেস্ট,ম্যাগাজিন ও জ্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়।সেখানে উপস্থিত ছিলেন এটুআই এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রদ্বেয় জনাব কবির হোসেন স্যার ও বর্তমান শিক্ষা দক্ষতা উন্নয়ন অনলাইন প্রকল্পের পরিচালক হিসাবে দায়িত্বরত আছেন।আরও উপস্থিত ছিলেন এটুআই কর্মকর্তা  জনাব সিফাতুর রহমান স্যার,উপস্থিত ছিলেন সিলেট টি,টি কলেজের অধ্যক্ষ চৌধুরী মামুন আকবর মহোদয়, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন স্যার,দিদার স্যার, শাখাওয়াত হোসেন স্যার, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড: রমা বিজয় সরকার মহোদয়, সিলেট আঞ্চলিক পরিচালক আব্দুল মান্নান খান মহোদয় ও উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহমেদ মহোদয়,সিলেটের জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব জন মানুষের নেতা সিলেটের কৃতি সন্তান সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য  জনাব হাবিবুর রহমান হাবিব এমপি। উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার জনাব এ এস এম আব্দুল ওয়াদুদ মহোদয়, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান মহোদয়, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ মহোদয়, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম মহোদয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষকের প্রান প্রিয় অতিথি কালিগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খুরশীদুজ্জমান আহমদ স্যার ও আগত রংপুর বিভাগের বিভিন্ন অ্যাম্বাসেডর মহোদয়। সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের এডমিন জনপ্রিয় শিক্ষক সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের সন্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক রাজু স্যার ও মৌলভীবাজার অ্যাম্বাসেডর টিমলিডার জনপ্রিয় ব্যাক্তিত্ব উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সন্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন আজিজ স্যার।উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের সন্মানিত প্রধান শিক্ষক মহোদয়, অ্যাম্বাসেডর মহোদয়,সহকারী শিক্ষক মহোদয়। উপস্তিত সকলের জন্য শুভকামনা ও ভালবাসা রইল।

মো: মানিক মিয়া সহকারী শিক্ষক (গণিত) ও অ্যাম্বাসেডর মৌলভীবাজার।