Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০১ ফেব্রুয়ারি , ২০২৩ ০৯:২২ অপরাহ্ণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩(ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা)

✍️জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩

ক্রীড়া প্রতিযোগিতা 

শ্রীমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

নবীগঞ্জ, হবিগঞ্জ।

 প্রতিবছরের ন্যায় এবারও প্রাথমিক শিক্ষা পদক হতে যাচ্ছে। আনন্দের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করেছে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। খেলাধুলা স্বাস্হে্যর জন্য খুবই ভালো, মন ভালো থাকে।অনেক ইভেন্ট তারপরও তারা খুব মজা পাচ্ছে দুটি পর্বে বিভক্ত হয়ে প্রাথমিক শিক্ষা পদক একটি হচ্ছে ক্রিড়া প্রতিযোগিতা আর একটি  হচ্ছে  সাংস্কৃতিক প্রতিযোগিতা। 

দুটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ক ও খ বিভাগ। বালক, বালিকা দের আলাদা। প্রতিবছরের না এবারও বিদ্যালয়ে পর্যায়ে যাঁরা প্রথম স্হান অর্জন করবে তারা যাবে ইউনিয়ন পযার্য়ে,তারপর যাবে উপজেলা পযার্য়ে,   জেলা পর্যায়ে, তারপরে যাবে বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি