Loading..

খবর-দার

০৬ মার্চ, ২০২৩ ০২:৩১ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন এর মুল মন্ত্র হলো সকল সং গঠনের ঐক্য

দেশের বৃহত্তর পেশাজীবী আন্দোলন বেসরকারি শিক্ষকদের আন্দোলন। তবে দাবি আদায়ের যে কোনো আন্দোলন সার্থক করতে হলে এর মূলমন্ত্র হলো ঐক্য। যেটা বেসরকারি শিক্ষকদের আন্দোলনে লক্ষ্য করা যাচ্ছে না।


সাধারণত মিল ফ্যাক্টরি কিংবা কারখানা শ্রমিকদের মধ্যে যে ঐক্য দেখা যায়, মোটরযান শ্রমিকদের মধ্যে যে ঐক্য দেখা যায় সেই অনুপাতে শিক্ষকদের মধ্যে খুব একটা ঐক্য দেখা যায় না। তাই আন্দোলনেও শিক্ষকদের ঐক্য নাই বললেই চলে। এরমধ্যে অনেক শিক্ষক মাঠে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করে ঘরে বসে আন্দোলনের ফল ভোগ করতে চায়। তারা মনে করে সুযোগ-সুবিধা সবাই পেলে তারাও পাবেন। 


আন্দোলনের মাঠে বিশাল জনশক্তি থাকার পরেও নানা রকম মত ও পথের কারণে শুধু একটি দাবিতে এখনো ঐক্যেবদ্ধ হতে পারেনি শিক্ষকরা।


সারা দেশের পাঁচ লাখেরও অধিক বেসরকারি শিক্ষকগণ যদি দাবি নিয়ে মাঠে নেমে আসে তাহলে সরকার দাবি মেনে নিতে বাধ্য। সাধারণ শিক্ষকদের অন্তত নিজেদের জন্য এই আন্দোলনে শরিক হওয়া খুবই জরুরি। বর্তমানে বিচ্ছিন্নভাবে আন্দোলন শিক্ষার ক্ষেত্রে আরো বৈষম্য বাড়াবে বলে আমি মনে করি। একযোগে জাতীয়করণের দাবিতে সব মতের ঊর্ধ্বে এসে দেশের সকল শিক্ষক সংগঠনকে অভিন্ন কর্মসূচি দিতে হবে, তাহলে কেবল বেসরকারি শিক্ষকদের আন্দোলন সফল হবে। না হলে এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে।