Loading..

খবর-দার

১৪ মার্চ, ২০২৩ ০৩:২১ অপরাহ্ণ

ধ্বনিতত্ত্ব, নবম দশম শেণীধ্বনিতত্ত্ব, নবম দশম শেণীধ্বনিতত্ত্ব, নবম দশম শেণী

ভাষা হলো বাক্যের সমষ্টি। আর বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। শব্দ গঠিত হয় ধ্বনির মাধ্যমে। সেই বিবেচনায় ধ্বনিই হলো ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি,শব্দ বাক্য সবই ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের চারটি আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনিদল ইত্যাদি। ধ্বনিতত্ত্ব ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে কোন নির্দিষ্ট ভাষার ধ্বনি-ব্যবস্থা আলোচিত হয়। এতে বাক ইন্দিয়ের মাধ্যমে সৃজিত ধ্বনির ভৌত উৎপাদন ও অনুধাবন নিয়ে আলোচনা করা হয়। ধ্বনিবিজ্ঞানের সাহায্যে যে কোনো ভাষার ধ্বনিসমষ্টির উচ্চারণ পরীক্ষা করে স্বতন্ত্র অর্থবোধক বিভিন্ন ধ্বনিমূলের আবিষ্কার ও সেগুলোর অবস্থান ও যাবতীয় ব্যবহারবিধির বর্ণনা করাকে ধ্বনিতত্ত্ব বলে ।