Loading..

খবর-দার

২০ মার্চ, ২০২৩ ০৫:৫১ অপরাহ্ণ

বাবার চিতার আগুন রেখে পরীক্ষায় অংশগ্রহণ করল ছাত্রী।

বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। রাত জেগে তারই প্রস্তুতি নিচ্ছিল বোলপুরের কাছেই মকরমপুরের মৌসুমী দোলুই। রাত দুটো অবধি পড়ে ভোরের দিকে চোখ লেগে এসেছিল তার। এমন সময় মায়ের আর্ত চিৎকারে ঘুম ভেঙে যায়। ছুটে পাশের ঘরে গিয়ে দেখে তার বাবার নিথর দেহ পড়ে রয়েছে। আচমকা হৃদরোগে মৃত্যু হয়েছে তার বাবার। বুকে শোক চেপে পরীক্ষা দিয়ে ফিরে বাবার মুখাগ্নি করে সে। দুপুর পেরিয়ে বিকেল। বোলপুরের সুখনগর শ্মশানে তখনও জ্বলছে তার বাবার চিতার আগুন। সেদিকে তাকিয়ে অবিরাম ঝরে পড়ছে মৌসুমীর চোখের জল। এই কঠিন পরিস্থিতি পার করে এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করুন পরম শক্তিমান পরমেশ্বর। 😢


ছবি -ইন্দ্রজিৎ রায়


"কষ্ট যদি দাও হে প্রভু,শক্তি দিও সহিবারে। 

হৃদয় আমার যোগ্য কর,তোমার বাণী বহিবারে।" 


#রবীন্দ্রনাথ_ঠাকুর 🙏

পর্যায়-পূজা ও প্রার্থনা