Loading..

খবর-দার

২৬ মার্চ, ২০২৩ ০৩:৩৪ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে লোহাগাড়া মৎস্যজীবি লীগের শ্রদ্ধাঞ্জলী

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে লোহাগাড়া মৎস্যজীবি লীগের  শ্রদ্ধাঞ্জলী 


আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে বলেন, ‘এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।’ এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনর রশীদ রাসু, সহ-সভাপতি  বদরুল হায়দারসহ লোহাগাড়া সদর ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।