Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৬ মার্চ, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

তিতাস উপজেলার মেধাবী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়েছে

২৬ শে মার্চ ২০২৩ তিতাস উপজেলার মাধ্যমিক শিক্ষার্থীদের ৯ম ও দশম শ্রেণির মেধবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়।মেধাবী শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পুরস্কার হিসেবে তুলে দিলেন- কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার। ২৬ শে মার্চ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উপলক্ষে পরিসংখ্যান অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাইস্কুলের নবম এবং নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই উপহার ট্যাব বিতরণ করা হয়।এরই মধ্যে মাছিমপুর আর. আর. ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী ভাবনা আবেদীনের হাতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপহারের ট্যাব পুরস্কার হিসেবে তুলে দিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, পরিসংখ্যান কর্মকর্তা শারমীন আক্তার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.সেতারুজ্জামান,উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার,গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন,মাছিমপুর আর.আর. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর চৌধুরী,বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির আহমেদ, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধরসহ আরও অনেক। উল্লেখ্য যে,মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ট্যাব পেয়েছে বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি