Loading..

প্রেজেন্টেশন

৩০ মার্চ, ২০২৩ ০২:২৮ অপরাহ্ণ

মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে!

চিনোস আমারে” বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতও কেউ নেই। আসলেই তাদের কেউ চিনে না আর। 



গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও। অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। তাদের কবরের উপর দিয়েই আজ শিয়াল কুকুর হেঁটে যায়। 


খাটের এক কোনে শুয়ে থাকা প্য্যরালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই। সন্তানেরাও তার খোঁজ নেয় না।


ভুলে যায় মানুষ তার অতীত, ভুলে যায় ভবিষ্যত। এটাই নিয়ম। তারপরও মানুষের কতো ক্ষমতার দাপট? মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।


- কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.! 

- মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ 

করতে হবে!


আল্লাহ আমাকে এবং সবাইকে এই রমজানে দ্বীনের সঠিক বুঝ দান করুন।

আমিন।

(সংগৃহীত)