
নূরজাহান বেগম
সহকারী শিক্ষক

সহকারী শিক্ষক
সঙ্গেই আছি; সঙ্গেই থাকতে দিও!
নূরজাহান বেগম শিল্পী
তুমি চক্ষুষ্মান যখন থাকো, তার চেয়ে অদেখায় থাকো বেশি।
আমার আঁখির কর্নিয়া জানে - জানে তোমার অন্তর্যামী,
আমি কার অপেক্ষায় চাতকের ন্যায় মৃয়মান হয়ে আছি!
ব্যস্ত তুমি যে; একাকীত্ব আর আড়াল ভালোবাসো!
যখন তখন বক্ষ চিড়ে দুমড়েমুচড়ে হাহাকার শুরু হয় আর চক্ষু হতে তপ্ত জলের ধারা বেরিয়ে আসে ও অজ্ঞাতস্বরে বলে উঠি-
এত কেন কষ্ট তোমার অদেখায়; অসহনীয় ব্যাথা পাই কেন তোমার নীরবতায়!
পরক্ষণেই আঁখি বারি শুকিয়ে গেলে বাঁকা হাসিটা দিয়ে বলি-
তুমি যেখানেই থাকো- আমিতো তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই আমরণ থাকতে চাই!
তোমার সঙ্গেই থাকতে দিও- প্রিয়!
রাতঃ- ৯:০০টা
২৯/০৮/২০২৩ খ্রি: